সিলেট: নিজের বাড়িতে খুন হয়ে গেলেন এক আওয়ামী লীগ নেতা! স্বৈরাচারী সরকার কারা? জনগণ টের পাচ্ছে। সিলেটে এই ঘটনায় হতভম্ব মানুষ।
সিলেটে ছুরিকাঘাতে নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের এক নেতা।
শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আবদুর রাজ্জাক। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।
মানুষ বুঝে উঠতে পারছে না কিসের থেকে কী হয়ে গেলো? চারদিকে আতঙ্কের পরিবেশ বিরাজমান। থমথমে বাতাস। মানুষ খুন করা এখন কচু গাছ কাটার মতো হয়ে গেছে। যখন ইচ্ছা যাকে ইচ্ছা ধর থেকে মুণ্ডু আলগা করে দিলাম!
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ফজরের নামাজ পড়ে বাড়ির ছাদে হাঁটতে উঠেন আবদুর রাজ্জাক। কিন্তু বহু সময় পার হবার পরও তাঁকে পরিবার খুঁজে না পাওয়ায় ছাদে গিয়ে দেখতে পান তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।
তাঁর শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাত করা হয়েছে বুকে, তলপেটে, এমনকি লিঙ্গ কেটে ফেলা হয়েছে।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে।
তবে খুনীকে ধরা হবে কিনা সে নিয়ে সন্দেহ তো আছেই। যেহেতু এমনঘটনা ঘটছেই, আর বেঁচে যাচ্ছে খুনী।
