চট্টগ্রাম: যখন তখন যা ইচ্ছা তাই হচ্ছে দেশটায়। না আছে আইন, না আছে প্রশাসন, না সরকার! যার যা মন চাইলো তাই করলো!

ডাকাতি তো জলভাত এখন। খুন, মব, ডাকাতি, ছিনতাই এগুলো পান্তাভাত হয়ে গেছে বাংলাদেশে।

এবার চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে ডাকাতি করে নিয়ে গেলো মালামাল।

ডাকাতদল ভুক্তভোগী পরিবারের সদস্যদের আটটি মোবাইল ফোন, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

ডাকাতির এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকায়।

ডাকাতি করেছে ১০/১৫ জনের একটি দল। তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য নুর উদ্দীন জানিয়েছেন, রাত তিনটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে বাড়িতে প্রবেশ করে।

‘কিছু বুঝে ওঠার আগে তারা সবাইকে জিম্মি করে আমার ভাবির গলায় ছুরি ধরে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে আমার ঘরে এসে আমার হাত-পা বেঁধে সব মালামাল নিয়ে যায়,’ তিনি বলেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তারা তো সং সেজেছে। ইউনূসের জামাতি পুলিশ এখন শুধু ঘটনা দেখে। কাজ করে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *