ঢাকা: আপনার নামে কী ১০ টির বেশি সিম রয়েছে? তাহলে সাবধান! এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে সেগুলো শনিবার থেকেই বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বিটিআরসি।

আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু।

সাইবার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকানোর জন্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (১ নভেম্বর) থেকে প্রতি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সর্বোচ্চ ১০টি সিম ব্যবহারের সীমা কার্যকর হচ্ছে।

উল্লেখযোগ্য যে, গত ছয় মাস আগে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিম ‘ডি-রেজিস্টার’ করতে বলেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “অতিরিক্ত সিম বন্ধ করতে ১ নভেম্বর থেকে ফোর্স করবে বিটিআরসি। এই কাজটা ধাপে ধাপে করা হবে। যাদের অতিরিক্ত সিম আছে তাদের তালিকা করে কোন অপারেটরের কয়টা সিম আছে তা আগে নির্ধারণ করা হবে।

“তারপর অপারেটরগুলোকে অতিরিক্ত সিম বন্ধ করতে বলা হবে। এই ক্ষেত্রে অপারেটরগুলো সবচেয়ে কম ব্যবহৃত সিমটি বন্ধ করে দিবে।”

তবে এই প্রক্রিয়ায় কোন ব্যক্তির ব্যবহৃত প্রধান সিমটি বন্ধ হওয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিটিআরসি চেয়ারম্যান।

অর্থাৎ আসল সিমটিও বন্ধ হয়ে যেতে পারে।

তিনি বলেছেন, “আগে অতিরিক্ত সিম দিয়ে ভেহিক্যাল ট্রাকারসহ বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস চালানো হতো। তবে এখন আই ও টি সিম গুলো একেবারেই আলাদা করে দেওয়া হয়েছে। যার ফলে অতিরিক্ত সিম রাখার কোনো যৌক্তিকতা নেই”।

আর এতগুলো সিম একজন ব্যক্তির ব্যবহারের প্রয়োজনটা কোথায়? বেশি হলে তিনটে সিম ব্যবহার করা যেতে পারে।

এত এত সিম একজন ব্যবহার করার মানে খুব ভালো কিছু বোঝায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *