ঝিনাইদহ: নিষ্পাপ শিশুগুলো ডুবে মারা গেলো! এর থেকে কষ্টের আর কী আছে?

শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে পাঁচ শিশু বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিন্তু কে জানতো এমন ঘটনা যে ঘটবে? বাচ্চারা একটু খেলাধুলা করে এইভাবে।

ভাগ্যের নিষ্ঠুর পরিহাস! কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এখন পর্যন্ত চার শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরেক শিশু।

আজ, শনিবার সকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ির ঘাট এলাকায় নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন।

কুলসুম নামের শিশুটি সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আজাদ মিয়ার মেয়ে।

শুক্রবার বিকালে গোসল করতে নেমে পাঁচ শিশুর ডুবে যাওয়ার ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

তারা হল- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)।

তখন পর্যন্ত নিখোঁজ ছিল কুলছুম আর চরভাটিয়ানী গ্রামের হোসেন মিয়ার মেয়ে বৈশাখী (১২)।

আজ ফের খোঁজা শুরু করে ডুবুরি দল। এখনো একজনকে উদ্ধার করা হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *