ঢাকা: জুলাই বিরোধী হওয়া যাবে না। আপনি মুক্তিযুদ্ধবিরোধী হন, তাতে কোনো অন্যায় নেই এই কালে এসে। কিন্তু জঙ্গী আন্দোলনকে যদি আপনি না বলেন, তাহলেই হয় আপনার জায়গা ১৪ শিকের ভিতর হবে, না হলে চাকুরি করলে আপনি চাকুরি থেকে বরখাস্ত হবেন।
একদম এটাই হচ্ছে চারপাশে।
জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হয়রানিতে জড়িত থাকার অভিযোগে এইবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বলা হচ্ছে সাময়িকভাবে বরখাস্ত , কিন্তু সে নিয়ে সন্দেহ আছে।
এবং এর পাশাপাশি ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, জুলাই–আগস্ট বিপ্লববিরোধী কর্মকাণ্ডে (যদিও এটা জঙ্গী আন্দোলন ) সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়ায় ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে একটি শাস্তি নির্ধারণ কমিটি গঠন করা হবে।
এই একই সভায় এই অপরাধে জড়িত ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে এবং যারা স্নাতক শেষ করেছে, তাদের সনদ বাতিলের প্রস্তাব অনুমোদন করে সিন্ডিকেট।
