সিলেট: আটক করা হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) তাঁকে আটক করেছে।

শুক্রবার মধ্যরাতে নগরের কালীবাড়ি এলাকার সুমনের নিজ বাড়ি থেকেই তাঁকে জালালাবাদ থানা-পুলিশ আটক করে।

সিপিবি সিলেটের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, রাত ১২টার দিকে আখালিয়া কালীবাড়ি থেকে পুলিশ সুমনকে আটক করে নিয়ে যায়।

সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, “শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ হঠাৎ এসে সুমনকে নিয়ে যায়। পরিবারকেও কিছু জানানো হয়নি।”

উল্লেখযোগ্য যে, আনোয়ার হোসেন সুমন ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনে জড়িত ছিলেন।

গত মঙ্গলবার অটোরিকশাচালকরা ১১ দফা দাবিতে নগরে বিক্ষোভ করেন, যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ অন্যান্য দাবিগুলোও ছিল।

তবে অন্তর্বর্তী সরকারের তো কোনো দাবি পছন্দ নয়।

আন্দোলনের একপর্যায়ে সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। চালকেরা দাবি পূরণ না হলে রবিবার অনশন কর্মসূচি ঘোষণা করার কথা জানান। এদিকে, শুক্রবার মধ্যরাতে সুমনকে আটক করা হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *