ঢাকা: একাত্তরের প্রতিধ্বনি! এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পাকিস্তানি পিতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল!
৫২, ৬৬, ৬৯, ৭০, ৭১ সবকিছুতেই সোচ্চার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেছে রগ কাটা শিবির।
আর চার ক্যাম্পাসে শিবিরের জয় খুব রহস্যজনক, এই কথা বললেন নুর।
বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই সাফল্যকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য আচমকা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ারম্যান জিল্লুর রহমান।
নুর বলেন, “এক সময় ছাত্রদল বা শিবিরের মতো সংগঠনগুলো ক্যাম্পাসে প্রবেশ করতে পারত না, প্রকাশ্যে পরিচয়ও দিতে পারত না। শিবির তো কার্যত নিষিদ্ধই ছিল। অথচ এখন চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের একক আধিপত্য দেখা যাচ্ছে, যা আমার কাছে বেশ অস্বাভাবিক।”
আরও বলেন, “ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ব্যাপক জয় হয়েছে।
অনেকে বলছেন, যারা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারাও মূলত একই রাজনৈতিক প্রভাবের আওতায়। প্রশ্ন হলো, শিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিলো?”
এদিকে তিনি বলেন, “যেভাবে গ্রামের ভোটে কিছু অর্থের বিনিময়ে মানুষ ভোট দেয়, তেমনি যদি উচ্চশিক্ষিত তরুণরাও সুবিধা বা সম্পর্কের বিনিময়ে ভোট দেয়, তাহলে সেটা সমাজের জন্য উদ্বেগজনক।”
