ঢাকা: ভারতে SIR জুজু! অবৈধ বাংলাদেশীদের পালিয়ে আবার নিজের দেশেই আসার হিড়িক শুরু হয়েছে। মারাত্মক অবস্থা।

গাড়ি গাড়ি অবৈধ বাংলাদেশী পাকড়াও হচ্ছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে। বৈধ কোনো কাগজ দেখাতে পারবে না তারা, তাই বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে বোঁচকা নিয়ে।

ভারত থেকে ‘পালানো’র হিড়িক শুরু হয়েছে বাংলাদেশিদের! দুদিনে ধরা পড়েছে ভারতে এতদিন ধরে ‘অবৈধভাবে’ বসবাসকারী প্রায় ৬০ জন বাংলাদেশি।

এসআইআর ঘোষণার পর থেকেই ভারতে অবৈধভাবে বাস করা বাংলাদেশিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ তাদের হাতে কোনো সঠিক কাগজ নেই যা তারা ভারতের নির্বাচন কমিশনকে দেখাবেন! আর না দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ কঠিন হবে।

যে সব বাংলাদেশিদের নথিপত্রের ঠিক নেই, তাঁরা রীতিমত বেকায়দায় পড়েছেন। তাই তাঁরা এখন নিজেদের ভিটে বাংলাদেশে ফিরতে চাইছেন।

উল্লেখযোগ্য যে, পশ্চিমবঙ্গ-সহ সে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর।

এই আবহে অবৈধ বাংলাদেশীরা পালাতে শুরু করেছেন। এবং আটক হচ্ছেন।

১৯৫১ সাল থেকে ২০০৭ পর্যন্ত দেশে ৮ বার এসআইআর হয়েছে। সর্বশেষ এসআইআর হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। দ্বিতীয় ধাপে এবার একসঙ্গে ১২ রাজ্যে এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশনের ঘোষণা।

আর এতে কাগজ দেখাতেই হবে।

SIR আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে আসার পথে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্ট ও তারালি সীমান্ত থেকে সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছে ৪৫ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি।

এর আগে ধরা পড়েছিল ১২ জন। ফের ধরা পড়ল ৪৫ জন। ২ দিনে মোট ধরা পড়ল ৫৭ জন বাংলাদেশি। এইরকম প্রতিদিন সাপের গর্ত থেকে কিলবিল করে সাপ বেরিয়ে আসার মতো পাকড়াও হচ্ছে অবৈধ বাংলাদেশীরা। যারা অনুপ্রবেশকারী।

এরা ভারতের কলকাতা, রাজারহাট, নিউটাউন এবং ওদিকে দিল্লি, মুম্বই ও গুজরাট সহ বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে বসবাস করতেন।

এখন কাগজ দেখানোর ভয়ে তাঁরা দালালের হাত ধরে ভারত থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *