ঢাকা: কত নতুন নতুন জায়গায় ইয়াবা বহন করে নিয়ে যাওয়া হচ্ছে! দেহের কোনো অঙ্গ বোধহয় এখন আর বাদ নেই যেখানে ইয়াবা প্রবেশ করেনি!

এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা পরিবহনকালে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তির নাম মোঃ পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই বিষয়ে জানায়, শুক্রবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে (BS 142) কক্সবাজার থেকে ঢাকায় আসেন পান্নু হাওলাদার।

এবং গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকেই ঐ ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ করা হলে পান্নু হাওলাদার স্বীকার করেন, তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করছেন। সেটাই সঠিক ছিলো।

ইয়াবা পাচারকারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক উপায়ে কসটেপ মোড়ানো ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। সেখান থেকে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কী আশ্চর্যজনক ঘটনাই না ঘটছে এই দুনিয়ায়।

আর কোনো ব্যক্তি ট্রেনিং ছাড়া এইভাবে বহন করতেও পারবে না। জানা গিয়েছে, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি, পরিবহনের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *