ঢাকা: নির্বাচন যদিও হয় তবে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং অগ্রহণযোগ্য নির্বাচন হবে। বলছে খোদ জনগণ।

এদিকে, আগামি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন কার্যক্রম আজ ২ নভেম্বর থেকেই শুরু হয়েছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৪৮ সেকেন্ডের একটি প্রথম টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে, যা নির্বাচনী প্রচারণার সূচনা হিসেবে ধরা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেছেন, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক ক্যাম্পেইন।

এর প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গুমের শিকার ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের জনগণ নিজেদের মালিকানা পুনরুদ্ধার করবে।

তবে দেশের মালিকানা তো উপদেষ্টামণ্ডলী আর জঙ্গীরা দখল করেই বসে আছে। সরকারের ভিতরে আসল সরকার চালাচ্ছে জামায়াত, টোকাই এনসিপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *