ঢাকা: মা ইলিশের পর এবার জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার।
ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার থেকে শুরু হয়েছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা।
৮ মাস জারি থাকবে এই নিষেধাজ্ঞা অর্থাৎ আগামী বছর ৩০ জুন পর্যন্ত।
নিষেধাজ্ঞার সময়ের মধ্যে ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করা দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ।
আট মাস এই নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
সাথে চলবে কঠোর নজরদারি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞা অনুসারে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা (১৯৮৫) অনুযায়ী, এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে।
