খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এবং একজন বিএনপি নেতা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতের নাম মামুন শেখ (৪৫)।

গুলির ঘটনাটি ঘটে রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেটসংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে।

গুলিবিদ্ধ হওয়া মামুন শেখ স্থানীয় খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাত্র করে দুর্বৃত্তরা আচমকা অফিসে ঢুকে মামুন শেখকে লক্ষ্য করে দুটি বোমা ও অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে।

প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন মামুন।

ঘটনা ঘটিয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *