ঢাকা: দেখানো হচ্ছে আঁটঘাট বাঁধা হচ্ছে নির্বাচনের জন্য। তবে এই নির্বাচন কীভাবে সুস্থ নির্বাচন হবে সে নিয়ে দেশবাসী যথেষ্ট সন্দেহে।
দেশবাসী এক কথাই বলছে বারবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতেই পারে না এই মহাজনের আমলে! কারণ এরা সব ষড়যন্ত্রকারী।
পুলিশ সদস্যদের আবার আলাদাভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে ভোটের জন্য। তবে এর প্রয়োজনীয়তা কিসের তা ইউনূস গং জানে একমাত্র।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৮ হাজার পুলিশ সদস্য ‘নির্বাচনী প্রশিক্ষণ’ সম্পন্ন করেছে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এখন পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানাচ্ছে, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
উল্লেখযোগ্য যে, গত সেম্পেম্বর মাসে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এবং পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেছিলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব।’
