ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে।
জানা গেলো, সব ঠিকঠাক থাকলে ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে টুর্নামেন্টের ১২তম আসরের পর্দা উঠে যাবে।
এবারের বিপিএল আয়োজনের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি।
এবারের আসরে ৬টি দল অংশ নেবে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে।
যদিও আসরে থাকছে না ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।
ম্যাচসূচি অনুযায়ী, অধিকাংশ খেলা ঢাকার বাইরের দুইটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
