ঢাকা: ফলনশীল, উন্নয়নশীল একটা দেশকে খুবলে খেয়ে ফেলেছে ইউনূস গং।

সংস্কারের নামে দেশের মানুষকে বোকা বানিয়ে, আবার এখন নির্বাচনের মুলো ঝুলিয়ে সোনার বাংলাকে হাড়ে মজ্জায় চিবিয়ে শেষ করেছে এই জঙ্গী বাহিনী।

এখন রাজনৈতিক পরিস্থিতি ভীষণ পাল্টে গেছে। এটা হয়েছে রাজাকারের দেশ।

স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, সংস্কারের মূলা ঝুলিয়ে দেশকে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে।

তবে দেশের মানুষ এখন জেগে উঠেছে।
তারা বুঝে গেছে কারা মুখোশের আড়ালে দেশ বিক্রি করছে, আর কারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে।

জনগণের আসন্ন নির্বাচনে আস্থা নেই। তারা আস্থা রাখতে পারছে না।

‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে আমাদের কাছে মনে হবে, এটা একটা ফ্যাসিবাদি নির্বাচন’ বলছে জনতা।

জননেত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট অপবাদ দিয়ে অবৈধভাবে ক্ষমতার দখলদার ইউনূস গং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম রোধ করে নিজেরাই ফ্যাসিবাদী নির্বাচনের দিকে আগাচ্ছে।

আর দেশের যখন এই অবস্থা তখন আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন গণতান্ত্রিক ম্যান্ডেট হারাবে৷

ইউনূস রিসেট বাটন, ম্যাজিক ইত্যাদি গাঁজাখুরি গল্প দিয়ে জনগণের মন ভোলাতে চায়।

গণতন্ত্র, শান্তি-সমৃদ্ধি বিলুপ্ত করার আরেকটি দেশবিরোধী ষড়যন্ত্র এই আওয়ামী লীগ বিহীন জাতীয় নির্বাচনের আয়োজন।

তবে আয়োজন যতই হোক, জনগণ প্রত্যাখ্যান করছে এই নির্বাচন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *