ঢাকা: আসলে এই বাংলার মাটিতে লতিফ সিদ্দিকী থেকে কার্জন-পান্না, অবিনাশী চেতনা মোছা যাবে না। ৭১ মুছে ফেলা এত সহজ?
মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। মেটিকুলাস ষড়যন্ত্র করে সাময়িকভাবে দমন করতে হয়তো পারবে কিন্তু এই চেতনা চির জাগরুক।
বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, চেতনা, ত্যাগের মহিমা কার্জন, পান্নাদের সাহসিকতার হাত ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হবে।
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখযোগ্য যে, গত ২৯ আগস্ট শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে ষড়যন্ত্রমূলকভাবে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।
