সিরাজগঞ্জ: কবরেও শান্তি নেই বাংলাদেশে। কবর থেকে হাড়গোড় তুলেও সন্ত্রাসীরা তাদের প্রতিহিংসা চরিতার্থ করবে। এত ভয়ংকর অবস্থা চলছে বর্তমানে বাংলাদেশে।

রাজনৈতিক প্রতিহিংসা কত নির্মম! সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আওয়ামী লীগ নেতার পরিবারের চারটি কবর গুঁড়িয়ে দেওয়া হয়েছে!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাবা ও স্বজনদের বাঁধানো কবর গুলো ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার, ২৮ মে বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের অনুখা পূর্বপাড়া কবরস্থানে সমাহিত আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর বাবা সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল এবং তাঁর পরিবারের বাঁধানো কবরগুলো ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয় স্থানীয় কবরস্থান কমিটি।

আব্দুল জলিল, ছোট ভাই শহিদুল ইসলাম, রাজ উদ্দিন প্রমাণিক ও খলিলুর রহমানের ইট দিয়ে বাঁধাই করা কবরস্থান গুঁড়িয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতা হিরোর মেয়ে আদ্রিতা চৌধুরী সেতু সাংবাদিকদের অভিযোগ করেছেন, তাঁর বাবা আওয়ামী লীগ নেতা হওয়ায় স্থানীয় লোকজন তাঁর দাদা এবং আত্মীয়দের বাঁধানো কবরগুলো হিংসায় গুঁড়িয়ে দিয়েছে। বর্তমানে তাঁরা আত্মগোপন করে আছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ এগুলো।

তবে উক্ত কবরস্থান কমিটি এই অভিযোগ অস্বীকার করেছে।

মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ তাজউদ্দিন আহমদের নামটাও রাখল না, মুক্তিযোদ্ধা শিক্ষককে জোর করে গ্রেপ্তার করানো হলো,আজহারকে মুক্তি দিল এইসব ঘটনা সরকার আর কত ঢেকে রাখবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *