ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেছে রগ কাটা শিবির। শিবিরের জয়জয়কার।
এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পাকিস্তানি পিতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল! ৫২, ৬৬, ৬৯, ৭০, ৭১ সবকিছুতেই সোচ্চার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ আজ কোথায় সেই মর্যাদা?
গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা অধিকাংশ পদে জয়ী হয়েছেন।
আর এবারের নির্বাচনের মোট খরচ শুনলে অবাক হবেন। অথচ কোন খাতে এত খরচ হলো তার কোনো সদুত্তর পাওয়া গেলো না।
মোট খরচ দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার টাকা, যা ২০১৯ সালের নির্বাচনের খরচের প্রায় সাড়ে তিনগুণ। তা এত বাড়ার কারণ কী? সেই হিসেব অবশ্য নেই।
২০১৯ সালের নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ৩১ লাখ ৯১ হাজার টাকা। মাত্র এই কয়টা টাকা।
আর, এবার সেটা ১ কোটি পার হয়ে গেছে!
এবার এত খরচ বাড়ার কারণ কী? চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন তার কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
তিনি জানিয়েছেন, ‘এখানে যে ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে, সেখানে অনেক খাত অন্তর্ভুক্ত আছে। তাই মোট খরচ কত হয়েছে, এ বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারব না। আমাকে আগে সব হিসাব দেখতে হবে।’
