চট্টগ্রাম: চিত্রশিল্পী, কবি, মঞ্চ পরিকল্পক, শিল্প নির্দেশক অজয় সেন চৌধুরী আর নেই। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তাঁর স্ত্রী ও দুই কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী-বন্ধু রয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলায় উত্তর ভূর্ষি গ্রামে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শুধু চট্টগ্রামেই নয়, দেশে-বিদেশে অবস্থানকারি তাঁর বন্ধু- শুভানুধ্যায়ীরাও গভীর শোক প্রকাশ করেছেন এই আকস্মিক মৃত্যুতে।
অজয় সেন চৌধুরী শুধু যে চিত্রশিল্পী ছিলেন তা নয়। অঙ্গন থিয়েটার ইউনিটের একনিষ্ঠ কর্মী ও সংগঠক ছিলেন তিনি।
নাট্যকার কবি অধ্যাপক সঞ্জীব বড়ুয়া জানান, শিল্পী সাফায়ত খানের হাত ধরে একুশ বছর আগে অঙ্গনে যুক্ত হয়েছিল অজয়।
অঙ্গনের একাধিক প্রযোজনায় শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করেছে সাফল্যের সাথে। অঙ্গনের চলতি প্রযোজনা ‘বদলি’র মঞ্চ পরিকল্পনাও অজয়ের।
একসময়ের লিটল ম্যাগ আন্দোলনের কর্মী অজয় সেন চৌধুরী বহু গ্রন্থের প্রচ্ছদশিল্পী। এছাড়া পোস্টার ডিজাইনসহ নানা শৈল্পিক কর্মে অজয়ের প্রতিভার পরিচয় সর্বজন বিদিত।
একাধিক একক প্রদর্শনীর পাশাপাশি দেশ বিদেশে বহু যৌথ প্রদর্শনীতে কৃতিত্বের সাথে অংশ নিয়েছে অজয়।
এরই মধ্যে চট্টগ্রামে অজয় সেনের একক ও যৌথ চিত্র প্রদর্শনী বেশ নজর কাড়তে সক্ষম হয়েছে বোদ্ধামহলে। দেশে ছাড়াও ভারতের আগরতলা ও কলকাতাতেও সম্মিলিত চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তিনি।
ব্যক্তিজীবনে চরম আড্ডাবাজ, বন্ধুবৎসল ও পরোপকারী এই শিল্পীকে হারিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোকে মুহ্যমান।
তাঁর স্ত্রী রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সদস্য ও বড় মেয়ে অবনী সেন চৌধুরী ইপিজেডে একটি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত। ছোট মেয়ে অর্জিতা সেন চৌধুরী চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি ওটিডিএমসির (ওড়িশি এ্যন্ড টেগার ড্যান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম) প্রতিভাবান নৃত্যশিল্পী ও সহকারী নৃত্য প্রশিক্ষক অর্জিতা সেন চৌধুরী।
তাঁর এই অকাল প্রয়াণের খবর জেনে শুক্রবার সকালেই নগরীর সদরঘাট-ফিরিঙ্গিবাজার এলাকায় তাঁর বাসভবনে অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁকে একনজর দেখার জন্য ছুটে যান।
শিল্পী অজয় সেন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
