ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার ফল পেয়ে গেলেন এক ট্রাফিক পুলিশের সদস্য।
তাঁকে সরাসরি ক্লোজ (দায়িত্ব থেকে প্রত্যাহার) করে দেয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
উক্ত আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি নং ৯২১৫১৭৪১৩২) প্রশাসনিক কারণে অত্র বিভাগ থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।”
উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখযোগ্য যে, ঘটনাটি হলো, ঢাকায় একটি অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ গাড়িতে উঠার সময় সার্জেন্ট আরিফুল ইসলাম তাঁর পা ছুঁয়ে সালাম করেন।
আর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়না। তারপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
