পাবনা: দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ, শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি।

সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন।

এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান।

পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন মহামান্য রাষ্ট্রপতি। এবং বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান করবেন।

তিনি নিজের নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

এবং সফরের শেষ দিন তথা রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এই পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেছেন তিনি। এবার নিয়ে পঞ্চমবার তাঁর পাবনা সফর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *