নেত্রকোনা: বিগত দেড় বছরে শোষিত দেশবাসীর চোখে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটি বেওয়ারিশ লাশ, আর আইনের সমতূল্য।
সারাদেশে জ্বালাও পোড়াও আর মানুষের খুন। সাথে আছে গ্রেপ্তারি।
প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছে, পাশে পুলিশ থাকলেও ঠেকাতে এগিয়ে আসে না, জনজীবনের নিরাপত্তা ইউনূসের পুরো সময়কাল জুড়ে বিলুপ্ত। বিধ্বস্ত অবস্থা দেশের।
আর এবার নেত্রকোনায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের মোট সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া থেকে তাঁদের আটক করা হয়।
যাদের আটক করা হয়েছে তাঁরা হলেন, ছাত্রলীগের নেতা আলম মিয়া, মোহাম্মদ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া।
জানা গিয়েছে, তাঁরা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
