চট্টগ্রাম: রাজাকারের আব্বারা কেন ঘন ঘন এদেশে আসে? ৫৪ বছর পরে পোলাপান আর নাতিপুতির কথা মনে পড়ে?
ঘটনা মোটেও ভালো নয়! ষড়যন্ত্র চলছে। এবং ঘোঁট পাকাচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ।
এবার চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সাইফ।
আজ, শনিবার (৮ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আগত জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।
১৯৭১ সালের পর এটাই প্রথমবার কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।
