লালমনিরহাট: জি মেইল হ্যাক করে সাড়ে ১৭ লাখ‌ টাকা স্থানান্তর করা হয়েছে। হ্যাকারে ভরে গেছে দেশ।

ঘটনাটি লালমনিরহাটে। এক গ্রাহকের জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে সাড়ে ১৭ লাখ টাকা স্থানান্তরের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে জেলা ডিবির একটি দল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি শনিবার (৮ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান লালমনিরহাট ডিবির পরিদর্শক সাদ আহম্মেদ।

যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা- জাঙ্গালপাশা গ্রামের হাছেন ফরাজির ছেলে মো. জোনায়েদ এবং একই এলাকার শাহ মাতব্বরের ছেলে দুখাই মাতব্বর।

ডিবির ওই পরিদর্শক জানায়, গত ৭ সেপ্টেম্বর দুপুরে কালীগঞ্জ উপজেলার শাখাতি গ্রামের ব্যবসায়ী মো. জাবেদ আলী হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্ণা ইউসিবি ব্যাংকের ‘লোন একাউন্ট’ থেকে নিজের হিসাব নম্বরে ৩০ লাখ টাকা স্থানান্তর করেন।

এবং এর কিছুক্ষণ পরেই দেখা যায় অজ্ঞাত কেউ তার জি-মেইল হ্যাক করে পাঁচটি লেনদেনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা সিটি ব্যাংকের একটি হিসাবে স্থানান্তর করেন। এ তো আশ্চর্যজনক ঘটনা ঘটে গেলো।

এমন ঘটনা ঘটায় জাবেদ আলী হাতীবান্ধা থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেন।

তারপরেই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরা প্রতারক চক্রের সদস্য। এইভাবেই প্রতারণা করে আসছে এরা, আর মাথায় বাজ ভাঙছে জনগণের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *