দিনাজপুর: দলের নেতাই যদি চাঁদাবাজি করেন, লুটপাট করেন তাহলে দেশতো আর দেশ থাকে না। দেশে চোখের সামনে চলছে চাঁদাবাজি।
বাংলাদেশে সেনাবাহিনীর হাতে আটক হল এক এনসিপি নেতা। ধৃতের নাম তারিকুল ইসলাম।
অভিযোগ, নাহিদ-হাসনাতদের দলের এই নেতা চাঁদাবাজি করছিল। দিনাজপুরের পার্বতীপুরে আটক করা হয়েছে এই নেতাকে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজি করছিল এনসিপি নেতা তারিকুল ইসলাম। সেই সময় তাকে হাতেনাতে ধরে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারপ্রাপ্ত মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে রসুলপুর এলাকায় ট্রাককে থামায় তারিকুলসহ আরো কয়েকজন।
এবং চালকদের কাছে চাঁদা দাবি করে। এই খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতেনাতে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
এনসিপি নেতাকে পার্বতীপুর মডেল থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তারিকুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুরের সংগঠক।