ঢাকা: এপার ওপার দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর কাজ অনেকেই পছন্দ করেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁর প্রবল আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

এবং একই সঙ্গে দেশের ওটিটিতে এসেছে তাঁর অন্য একটি সিনেমা ‘ফেরেশতে’।

দর্শকদের অপেক্ষার অবসান হলো।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের ১ অগস্ট মুক্তি পেয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি ‘পুতুলনাচের ইতিকথা’।

ভালো সাড়া পায় ছবিটি। তবে অনেকেই ছবিটি বড়পর্দায় দেখতে পারেননি।

তবে যারা দেখেননি তাঁদের জন্য মহা সুযোগ। এবার ঘরে বসেই দেখুন আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসানের রসায়ন।

বড়পর্দায় মুক্তি পাওয়ার প্রায় তিন মাসের বেশি কিছু সময় পর ওয়েব মাধ্যমে আসছে ‘পুতুলনাচের ইতিকথা’।

আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে এই সিনেমা।

‘পুতুলনাচের ইতিকথা’ ছবিটিতে শশীর চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। জয়া আহসান রয়েছেন কুসুমের চরিত্রে।

আর পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে কুমুদের ভূমিকায়। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *