চট্টগ্রাম: বৃহৎ পরিমাণের ইয়াবা উদ্ধার করলো র‌্যাব।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আর নগদ ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করেছে র‍্যাব।

আর এই মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এবং পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য হবে ১ কোটি ৮০ লাখ টাকা।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় – মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতেই ৮ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশন এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে পৌঁছালে মাইক্রোবাস দুটি র‌্যাব দেখেই সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে ধরা পড়ে যায়।

এসময় গ্রেফতার করা হয় –

লক্ষ্মীপুর সদর এলাকার মো. আবদুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লার মুরাদনগরের মো. মাঈন উদ্দিন (৩০), পটিয়ার মো. রাশেদুল আলম (৩৮) ও মো. জসিম উদ্দিন (৪১) এবং জামালপুরের সরিষাবাড়ীর মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *