ঢাকা: সত্যকে ঢেকে রাখা যায় না। জনগণ উচ্ছ্বসিত। তাঁরা বলছেন, ‘মেয়র মহোদয় কখনো সাবেক ছিলেন না, তিনি বর্তমানেও মেয়র, আমাদের চোখে তিনি অন্যায় কিছু করেননি’!
আইভি প্রেমী এই বাংলাদেশে কম নেই। যেদিন তিনি গ্রেপ্তার হন, সেদিনের দৃশ্য আজও মনে করে চোখের পানি ফেলছেন জনগণ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।
মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
২৭ মে দুই দিনের রিমান্ড শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
অবশেষে হাইকোর্টের আদেশে আইভী জামিনে মুক্ত হলেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
