ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
সরকার মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদের তরফে বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করা হয়েছে।
আইসিসির গেইম ডেভেলপমেন্ট এর চাকুরী ছেড়ে এই দায়িত্ব নিতে আসলেন তিনি।
ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেট। বাংলাদেশী হিসেবে এই টেস্ট ক্রিকেটের সর্ব প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন তিনি।
আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
দেশের হয়ে ১৩টি টেস্ট এবং ৪৯টি ওয়ান ডে খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে আমিনুল ইসলাম বুলবুল বললেন,
‘আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে’।