টাঙ্গাইল: এই তো উৎসবমুখর নির্বাচনী পরিবেশ। যেটা প্রধান উপদেষ্টা এতদিন বলে আসছিলেন।
মারপিট, দাঙ্গা, অগ্নিকাণ্ড লেগেই রয়েছে। এই পরিবেশে যদি নির্বাচন হয়ও ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন? তাঁদের জন্য নিশ্চিন্ত পরিবেশ তৈরি করা হচ্ছে কি?
এইবার টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসে ঘটনাটি ঘটে৷
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানাচ্ছে, সোমবার সকালে হঠাৎ করেই বিএনপি ও অঙ্গ সংঘটনের ৩০-৪০ নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে।
অফিসের আরও দুই জন স্টাফকেও বেধড়ক মারধর করা হয়। নির্বাচন অফিস তো ভাঙচুর করা হয়েছেই, অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র গুলোও ছিঁড়ে ফেলা হয়।
