ঢাকা: বাংলাদেশের চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কখন কী হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। মানুষের জানের তো কোনো মূল্য নেই ই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা ১৩ নভেম্বর।

ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী)।

তাছাড়া আওয়ামী লীগের ডাকা লকডাউন আছে। তার আগে আগে দেশের পরিস্থিতিকে একদম উত্তপ্ত করে তোলার চেষ্টা চলছে। ষড়যন্ত্রকারীরা সুযোগ বুঝে জঙ্গী হামলা চালাচ্ছে।

সোমবার রাজধানী ঢাকা একেবারে ছন্নছাড়া হয়ে পড়ে। সাধারণ জনগণ ভয়ে ঘর থেকেই বেরোতে পারছে না।

দিনভর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ছিল ঢাকা।

ভোর থেকে রাত পর্যন্ত সাতটি পৃথক এলাকায় অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ এবং তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জঙ্গীরা।

এসব সহিংসতায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিরপুর মডেল থানা থেকে মাত্র এক শ গজ দূরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দফায় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।

রাত ২টা ২৬ মিনিটে প্রথম এবং ভোররাত ৩টা ৫৫ মিনিটে দ্বিতীয় ককটেলটি ভবনের অভ্যর্থনা কক্ষের সামনে বিস্ফোরিত হয়।

সকাল ৭টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে কবি ফরহাদ মজহার ও ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এইসব করে আওয়ামী লীগকে আরো চিপায় ফেলে দেয়া এবং নির্বাচন বানচালের ধান্দা চলছে।

এছাড়াও ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাসে এবং সকাল সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনেও দুটি এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

একের পর এক বিস্ফোরণ হতেই থাকে।

এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে তিনটি এবং একই সময়ে খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *