ময়মনসিংহ: আগুন সন্ত্রাসীরা সারা দেশে আগুন লাগিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বাসে, ট্রেনে সব জায়গায় আগুন দিচ্ছে।

ময়মনসিংহ থেকে ১৩ তারিখ আওয়ামী গণজোয়ার ঠেকানোর জন্যই ট্রেনে আগুন লাগিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

ট্রেনের একজন নিত্য যাত্রী লিখছেন, ‘দীর্ঘদিন পরে ট্রেনে জার্নি, তবে আতংক কাজ করছে, কখন জানি ট্রেনে আগুন ধরিয়ে দেয় আগুন সন্ত্রাসীরা’।

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন দিয়েছে সন্ত্রাসীরা।

এই ঘটনায় ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বাসে আগুন, এরপর ইঞ্জিনে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে জনগণ।

আজ, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পরেই ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *