ঢাকা: স্কুলগুলোতে গানের শিক্ষক নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমোদন মেলেনা।

বাংলাদেশ তালিবানি শাসন থেকে আর কয়েক কদম দূরে।

জঙ্গিদের কারাগার থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠনগুলো তাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল-মিটিং করছে কিন্তু প্রশাসন নির্বিকার।

তবে পাকিস্তানের ব্যান্ড কিন্তু নিষিদ্ধ নয়, নিষিদ্ধতা কেবল লালন সঙ্গীত, গান বাজনা, তবলা, সেতারের বেলায়! দেশ ছেড়ে এখন তো এরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব পাতিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে অনায়াসে পাকিস্তানে যাতায়াত চলছে।

আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। আগামী ৫ ডিসেম্বর ‘ওয়েবফেস্ট-ফিল দ্য উইন্টার’-এ পারফর্ম করবে দলটি।

রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত কোর্টসাইডে হবে কনসার্টটি। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েব কমিউনিকেশনস।

উক্ত প্রতিষ্ঠানটি জানায়, কাভিশ ব্যান্ডের সঙ্গে তাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে নাকি সাজানো হয়েছে কনসার্টটি।

তারা আরও জানায়, কাভিশের সঙ্গে কনসার্টে পারফর্ম করবে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এবং ‘মেঘদল’।

টিকটিকি নামক অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। দুই ধরনের টিকেটের দাম ঠিক করা হয়েছে ২ হাজার ৪৯৯ (সাধারণ) এবং ৪ হাজার ৯৯৯ টাকা (ভিআইপি)।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের জানুয়ারি মাসে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল ‘কাভিশ’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *