ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর এই ২৪ ঘন্টায় সারাদেশে ৯১২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ, মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হিসেব বলছে, ২৪ ঘণ্টায় ৯২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এবং চলতি বছর এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

তথ্য অনুযায়ী, এই বছরের আজ ১১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৬৩৪ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *