ঢাকা: নির্বাচনী প্রচারণায় চলবে না কোনো পোস্টার। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এবং নির্বাচনী প্রচারণার কাজে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পোস্টার করলে নির্বাচন বর্তমান কমিশনারের বাছুর এনসিপি এবং রাজাকার জামায়াত সরকারে যেতে পারবে না তাই হয়তো এমন নিষেধাজ্ঞা।
আজ, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেন।
আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এত দিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তাঁরা।
আর আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।
