চট্টগ্রাম: পুলিশ বাংলাদেশের প্রায় সব জায়গায় মিছিল সমাবেশ নিষিদ্ধ করছে। সব জায়গায় বলতে সেসব জায়গায় যেসব জায়গা ঘিরে প্রতিবাদের রব উঠতে পারে ১৩ নভেম্বর।

অর্থাৎ যেসব জায়গায় ইউনূসের ঘাপলা আছে। সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মানববন্ধন নিষিদ্ধ করা হচ্ছে।

এবার যেমন চট্টগ্রাম বন্দর। বলা হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বন্দরসংলগ্ন এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি সর্বোচ্চ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।

প্রতিদিন বন্দরে পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইম মুভার প্রবেশ করে। এই বিপুল যানবাহন চলাচলের কারণে বন্দরসংলগ্ন সড়কগুলো সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু বন্দর এলাকায় বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজট সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে—যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম বন্দরের আশপাশের বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকায় আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজন নিষিদ্ধ থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *