ঢাকা: আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্যে ইউনূসের গদিতে কোথাও কি একটু ঝাঁকুনি লাগলো? সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আওয়ামী লীগ। মাঝে মাঝে বার্তা দিয়েছে এবং ঝটিকা মিছিল করছে।

আর আগামিকাল ১৩ নভেম্বর হতে চলেছে ঢাকা লকডাউন।

এদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঢাকা। ইউনূস গং মনে হচ্ছে ঝাঁকুনিতে আছে।

বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর নির্ধারিত “ঢাকা লকডাউন” কর্মসূচির আগে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনেও ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানীজুড়ে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

২০২৪ সালের আগস্টে জঙ্গী আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। সেই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলেছে, কিন্তু স্থিতিশীলতা আসেনি।

ইউনূস সংস্কারের নাম করে গদিতে বসেছেন, সেটাই সার হয়েছে। দেশের কোনো লাভ হয়নি, বরং জঙ্গী দায়ে ভরিয়ে ফেলেছেন দেশটাকে।

এদিকে, বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামিকাল ১৩ নভেম্বর রায় ঘোষণা হবে।

আর এই দিনেই আওয়ামী লীগ “ঢাকা লকডাউন” কর্মসূচির ডাক দিয়েছে, যা নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে।

শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতে তিনি নিজেকে নিরাপদ মনে করেন।

এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ওপরও রাজনৈতিক ও সামরিক চাপ ক্রমশ বাড়ছে।

পুলিশও আর চায় না অযথা আওয়ামী লীগের সাথে ঝামেলা বাড়াতে।

শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হতে চাইছে, এবং “ঢাকা লকডাউন” কর্মসূচিকে সেই প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্তত এইভাবেই দেখছে ইউনূস সরকার।

সূত্রের দাবি, ইউনূস এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।

এদিকে, আওয়ামী লীগকে চাপে ফেলতে দেশের নানান জায়গায় বাসে, ট্রেনে আগুন দিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। যাতে অনায়াসে আওয়ামী লীগের ওপর দোষ‌ চাপানো যায়।

টানা উত্তেজনার মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *