ঢাকা: ঢাকায় আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
লকডাউন কর্মসূচি সফল করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
আর দেখা যাচ্ছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, দেশের চলমান পরিস্থিতি এবং ঘোষিত কঠোর ঢাকা লকডাউনকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে এক জরুরি বার্তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
এক ভিডিও বার্তায় তিনি সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আর যেগুলোতে তালাবদ্ধ করা হয়েছে সেই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।
ঘটনার পর ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লেখেন, ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।
লকডাউন বিএসএল- চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
