ঢাকা: চলিতেছে সার্কাস। প্রথমে জামিন তারপর জামিন স্থগিত। দেশবাসীর আবেগ নিয়ে আদালত খেলছে, খেলছে সরকার।

দেশবাসী দেখে রাষ্ট্রদ্রোহের আসামীরা এখন বুক ফুলিয়ে আদালতের সিঁড়ি ভাঙে, বিজয় চিহ্ন দেখায়! অথচ নির্দোষীদের নিয়ে চলছে তামাশা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ, বুধবার, ১২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এবং শুনানির জন্য ১৭ নভেম্বর দিন রেখেছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আর আসামিপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন।

উল্লেখযোগ্য যে, এর আগে রবিবার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছিলো হাইকোর্ট।

গত ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *