ঢাকা: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বহুবার নানান কারণে হিরো আলম সংবাদ শিরোনামে এসেছেন। কন্টেন্ট, স্ত্রীর সাথে ঝামেলা, রাজনৈতিক ইত্যাদি কারণে বহুল আলোচিত ব্যক্তি তিনি।

কোনো রাজনৈতিক কারণ নয়। স্ত্রীর করা হত্যাচেষ্টা, মারধরের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ, বুধবার শুনানি নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী।

তিনি এই বিষয়ে বলেন, “আসামিরা জামিনে আছেন; তবে তারা শর্ত ভঙ্গ করছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না।

“এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।”

মামলার বিবরণ অনুযায়ী, মনোমালিন্য থেকে স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন হিরো আলম।

এরপর নাকি মীমাংসার কথা বলে গত ২১ জুন হাতিরঝিল এলাকায় এক বাসায় রিয়া মনিকে ডাকা হয়। সেদিন রিয়া মনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ অচেনা ১০ থেকে ১২ জন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

পরে রিয়া মনির হাতিরঝিলের বাসায় প্রবেশ করে তাঁকে কাঠের লাঠি দিয়ে মারধর করে হিরোসহ ১০-১২ জন।

শুধু তাই নয়, রিয়া মনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন কৌশলে নিয়ে যায় আসামিরা।

এরপর ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন রিয়া মনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *