ঢাকা: মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশবাসী।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই পরিণত হয় শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে যায় অনেক তরুণ প্রাণ।
সেই বিমান দুর্ঘটনায় আহত দুটি বাচ্চা দীর্ঘ মাস পর বাড়ি ফিরলো।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল দশ বছর বয়সী যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আজ, বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে ছেড়েছেন জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
হিসেব বলছে, এখনো পর্যন্ত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৩৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এই দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ঘটনাটি ঘটেছিলো গত ২১ জুলাই দুপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
বলা হয়, ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন।
তবে এই ঘটনা নিয়ে প্রচুর হুলুস্থুল হয়। লাশ গুম করা হয় অনেক।যাতে ধরা না পড়ে। রাতে রাতেই ছাত্ররা ক্ষেপে ওঠে লাশ গুমের ঘটনায়।
