কক্সবাজার: আগুন সন্ত্রাস ছড়িয়েছে চারপাশে। বিগত কয়েকদিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশের জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
১৩ নভেম্বর দিনটি সংবেদনশীল। তার আগেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা।
কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকার শাহেরাজ মার্কেটে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলার শাহেরাজ মার্কেট ভবনের দ্বিতীয় তলার শাহ গদি এন্ড ইলেকট্রনিকস নামের দোকানের গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য, ফার্মেসিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর বেশ কয়েকটি দোকান আছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত মার্কেটের নিচ তলার পেছনের রেস্তোঁরার রান্নার চুলো থেকে বলে জানা গেছে।
তবে এইসব বিশ্বাসযোগ্য নয়।
আগুন লাগার খবরে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
