ঢাকা: পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে সফল একটি লকডাউন হতে যাচ্ছে আজ। ১২ নভেম্বরেই ৯০ ভাগ সফল হয়ে গেছে লকডাউন! আর আজ সকাল সকাল দৃশ্যটাই ভিন্ন রকম।
নির্বাচন নিয়ে ছেলেখেলা তো চলছেই। নির্বাচন না হবার জন্য ইউনূস তো আগে থেকেই খেলছেন। তাঁর কথায় আগেই বুঝিয়েছেন।
ইন্টেরিম সরকার প্রধান কখনো বলে লোকজন তাকে ৫ বছর থেকে ৫০ বছর থেকে যেতে বলছে! এনসিপি বারবার বলছে গণভোটের আগে কোন নির্বাচন নয়। জামাত বলছে একই কথা।
এদিকে, আওয়ামী লীগ বলছে তাদেরকে ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। জনগণ বলছে, আওয়ামী লীগ ছাড়া ভরসা নেই।
এখন দেখা যাচ্ছে বিএনপি ছাড় কেউই ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে না।
শিবির তো গুপ্ত থেকে আকাম করে অন্যের নামে দেয়াই তাদের চরিত্র। এই যে আগুন সন্ত্রাস এগুলো গুপ্ত সংগঠনের কাজ।
আর আজকের লকডাউনকে কেন্দ্র করে সরকার প্রায় ৭ লাখ নিরাপত্তা বাহিনী রাস্তায় নামিয়েছে।
তবে মুখ্য বিষয় হচ্ছে, আওয়ামী লীগ ফিরে এসেছে নিজস্ব শক্তিতে। জনগণের সমর্থন আছে।
আর শেখ হাসিনার বিচার যে ভুয়া সেটা সারা দেশের জনগণ জানে।
পুরো বিচার প্রক্রিয়াটা করছে জামাত। বাদী পক্ষের উকিল জামাতের, আসামী পক্ষের উকিলও জামাতের।
মনে রাখা দরকার, আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধী জামাতের নেতাদের বিচার করেছিল তখন আসামীদের উকিল ছিল জামাতের নিজস্ব উকিল কর্মীরা। এই রাজাকার তাজুল ছিল আসামীদের উকিল।
এখন শেখ হাসিনার উকিল নিয়োগ দিয়েছে সরকার যা জামাতেরই একজন। এরকম প্রক্রিয়ার বিচার কি জনগণ মেনে নেবে?
আওয়ামীলিগ আগুন সন্ত্রাস করে না, জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করে না।
আজকের লকডাউন কর্মসূচি দেশের আপামর সাধারণ জনগণের কর্মসূচি। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই সফল হয়েছে এই কর্মসূচি।
জনগণ মেনে নিয়েছে লকডাউন।
বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করার লক্ষে ফরিদপুর-০২ আসন সালথা-নগরকান্দাবাসীর সড়ক অবরোধ চলছে।
শেখ হাসিনার নির্দেশ পালনে ফরিদপুরে সাধারণ লুঙ্গি পড়া মানুষ যার কাছে যা আছে তাই নিয়ে লকডাউন সফল করতে রজপথে নেমেছে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। দৃশ্য দেখে তাই বোঝা যাচ্ছে।
অবৈধভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনে অতিষ্ঠ জনগণ আজ রাজপথে নেমে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে রূপ দিয়েছে গণঅভ্যুত্থানের পূর্বাভাসে।
ফার্মগেট থেকে রামপুরা—ঢাকার প্রধান সড়কগুলো জনমানবশূন্য। যানবাহন কম, দোকানপাট বন্ধ, শহরজুড়ে নেমে এসেছে নীরব প্রতিরোধের আবহ।
সাধারণ জনগণই আওয়ামী লীগের মূল শক্তি— আজ সেই শক্তি নীরবে জানিয়ে দিচ্ছে, ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ ক্ষমতার দিন শেষ!
