নারায়ণগঞ্জ: বিএনপি নেতার মুখে চলে আসছে জয় বাংলা স্লোগান, আবার কোনো বিএনপি কর্মীর মুখে দেশনেত্রী শেখ … বলেই বলে খালেদা জিয়া, আবার কোথাও এনসিপির মিছিলে উঠছে জয় বাংলা স্লোগান।

জয় বাংলা স্লোগান তো আমদানি করা নয়। জয় বাংলা মাটির সাথে জড়িয়ে আছে। এই দেশের খেটে খাওয়া মানুষগুলো জয় বাংলা বলেই জন্ম হয়েছে। তাই জয় বাংলা সরানো এত সহজ কথা নয়।

এবার নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওঠে। এতে আতঙ্কে কাঁপতে থাকে এনসিপি। ছড়িয়ে পড়ে উত্তেজনা। হতদন্ত হয়ে যুবককে খোঁজা শুরু করে টোকাই এনসিপি।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা।

মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক বহিরাগত যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন।

চিৎকার করে বলেন ‘‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’’।

এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তারা ওই যুবককে ধাওয়া দেন। এ সময় ওই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই যুবককে না পেয়ে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি নিয়ে এগিয়ে যান। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে শেষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *