ঢাকা: আওয়ামী লীগের পূর্ব ঘোষিত ঢাকা লকডাউন প্রায় ৯৯% সফল বলা যেতে পারে। কারণ ইউনূসের আমলে জনগণ রীতিমতো তিতিবিরক্ত হয়ে উঠেছে।

জনগণ শ্বাস ফেলতে পারে না। কোথাও শান্তি নেই। জনতা নিজের মুখে বলছে, ‘আওয়ামী লীগ ছাড়া আমাদের ভরসা নেই’!

গাজীপুরের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক একদম শুনশান। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, প্রায় ২৫ টি জেলার সাথে এই মহাসড়ক যুক্ত। প্রতি মিনিটে কয়েক শত যানবাহন চলে এই রোড দিয়ে, অথচ আজ লকডাউনে গাড়ি নেই বললেই চলে।

আওয়ামী লীগের ডাকে লকডাউন কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করেছে জনগণ। এটি আমাদের বলে দিতে হবে না, দেশের দৃশ্যই তা বলছে।

রাজপথের আওয়ামী লীগ নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মান কী বললেন, দেখবো একটু:

তিনি বলেছেন, ‘রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধসম্পন্ন লোকেদের রাজনীতি।’

সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথাগুলো বলেন।

রিচি সোলায়মান বলেন, ‘এবার আওয়ামী লীগ যখন ফিরবে তখন রেডিমেড নেতামুক্ত লীগ আমরা দেখতে পাবো এটাই আশা করি। যারা চেটে নয়, খেটে ও মগজ দিয়ে রাজনীতি করবে।’

তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকা আওয়ামী লীগ থেকে রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *