ঢাকা: শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে তাঁর বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে। মামলার শেষ নেই।
আজ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল আর ট্রাইব্যুনাল হয়ে নেই। জামাতের দখলে চলে গেছে। সেখানের রায় জনগণ মেনে নেবে না, জানিয়ে দিয়েছে।
এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সরকারই গঠন করেছিল। এক সময় এই আদালতে জামায়াতে ইসলামী এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার শুনানি হয়েছিল, মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। এবার সেখানেই হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা হতে চলেছে।
এদিকে আজ ১৩ নভেম্বরেই আওয়ামী লিগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে।
লকডাউন প্রায় সফল এটিও বলা যায়। জনগণ একাত্মতা প্রকাশ করেছে আওয়ামী লীগের সাথে।
বর্তমান সময়ে অবৈধ ট্রাইবুনাল ও ক্যাংগারু কোর্ট দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য এক গভীর উদ্বেগের সংকেত।
এই ধরনের বিচারব্যবস্থা স্বতন্ত্র বা সুষ্ঠু নয় বরং রাজনৈতিক স্বার্থ ও প্রহসনের জন্য পরিচালিত হয়। ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করার বদলে এখানে বিচার প্রক্রিয়াকে প্রহসন ও প্রদর্শনধর্মী রূপ দেওয়া হয়েছে।
দেশের এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই ভাষণ দেবেন বলে বুধবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলে জানায় তার প্রেস উইং।
