ঢাকা: বিপ্লবের দুরন্ত প্রেরণা দেশের ৭১ প্রেমী তরুণরা।
অথচ আজ এক নির্মম ছবি দেখা গেলো। ছেলেটা নবম শ্রেণির ছাত্র। তার অপরাধ সে ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গেছে এবং তার ব্যাগে ৩২ এর পোড়া-ভাঙা ইট ও মুক্তিযুদ্ধের বই পাওয়া গেছে।
এই কারণে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী অদ্ভুত!
অথচ জুলাই দাঙ্গায় যারা পুলিশ মেরে ঝুলিয়ে দিয়েছিল, কিংবা এখনো অন্যায় করছে তাদের কোনো সাজা নেই। এখানে অপরাধ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।
সজীব ওয়াজেদ জয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার।
তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন:
‘একজন শিক্ষার্থী – যার শখ বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা। ধানমন্ডি ৩২ এর বাড়িতে গিয়ে ২ টি স্মারক বই আর ভাঙা ইট সংগ্রহ করা কি তার অপরাধ?
পুলিশি এই গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ করুক। এই নিরপরাধ কিশোরের পাশে থাকতে হবে সবাইকে’।
কিশোরের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পুলিশকে সে বলছে, প্রত্নতত্ত্বের জন্য সে পুরনো জিনিস সংগ্রহ করে। সেভাবেই ধানমণ্ডি ৩২ এর ইট সংগ্রহ করেছে, এবং তার ব্যাগে ছিলো মুক্তিযুদ্ধের বই।
অথচ পুলিশ তাকে নিয়ে গেলো।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এক নজিরবিহীন ঘটনা ঘটল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে আসা এক স্কুলছাত্রকে আটক করে কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে জাদুঘর প্রাঙ্গণে নিয়মিত তল্লাশির সময় ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি বই পাওয়া যায়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিকটস্থ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আটক করা হয়।
আটক হওয়ার মুহূর্তে ওই কিশোর ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে দুই আঙুল তুলে বিজয় চিহ্ন দেখায়।
