ঢাকা: জাতীয় জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আজ, বৃহস্পতিবার অর্থাৎ ১৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দেয়।

এরপর রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন এবং সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

ড. ইউনূস এদিন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের মাধ্যমে চারটি বিষয়ের ওপর জনগণ একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।’

‘আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যাতে সংবিধান সংস্কারের লক্ষ্য কোনোভাবেই ব্যাহত না হয়।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *