ঢাকা: ১৩ নভেম্বর সারাদিন এবং রাত উত্তেজনায় ভরপুর ছিলো দেশ। জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধানমণ্ডি ৩২ নিয়ে তো নাটক চলেছেই। ১৪ বছরের কিশোরকে আটক করে নিয়ে গেছে ইউনূসের জামাতি পুলিশ।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে একটি এবং বিমানবন্দর ১ নম্বর সেক্টররের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় আরেকটি ককটেল বিস্ফোরণ হয়।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম জানান, বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। তবে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে একজনকেও এই ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশ্য জামাত শিবিরকে পুলিশ ধরবেও না। এই ধারণা করাই ভুল।

এদিকে, আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টা নাগাদ আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে। কোনো হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের পাশে পিকআপটি দাঁড় করিয়ে রাখা ছিলো।

তিনি জানান, ভোর সাড়ে ৪ টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিকআপটির চালকের আসনের অংশটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *