ফরিদপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীকে মারপিট করছে বিএনপি! এবার এক নেত্রীকে মারপিটের অভিযোগ উঠলো বিএনপির বিরুদ্ধে।

বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম-সদস্য সচিব বৈশাখী ইসলামকে মারপিট করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার লোকজনের বিরুদ্ধে।

বাড়িঘরেও হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

এই ঘটনায় শুক্রবার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত সাড়ে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

বৈশাখী ইসলাম সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সংগঠক।

বৈশাখী ইসলাম বর্ষা জানান, বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিকেলে পুলিশের সামনে তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়।

তিনি বলেন, ‘আমাকে মারধর করার সময় বলে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়কগিরি চলবে না।’ পরে এই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন।

বৈশাখী ইসলাম বলেন, “বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যা ও তার লোকজন আমাকে রাস্তায় ফেলে মারধর করেছে, চুল ধরে লাথি মেরেছে।

তারা আমার বাবাকেও মারার হুমকি দিয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য জোরালো বিচার দাবি করছি।”

রাতেই আবার তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান তিনি।

জানা গেলো, উত্ত্যক্তকারী যুবক শরীফ বেপারীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *